বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
আবুল হোসেন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, আজ সোমবার ২৩ অক্টোবর ২০২৩,উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে।
২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মূসর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, নাচোল উপজেলা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মো: রাকিবুল হাসান, নাচোল উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, নাচোল উপজেলার বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নাচোল উপজেলা কৃষি অফিসার সালেহ আকরাম, তিনি স্বাগত বক্তব্যের মাঝে কৃষকদের ফসল বেশি বেশি উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ দেন।”ইঁদুরের দিন হবে শেষ, গড়ব সোনার বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে,জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি আয়োজন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।