মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

আপডেট :
দৈনিক বাংলাদেশ ক্রাইম বার্তা অনলাইন পত্রিকায় কিছু সংবাদদাতা আবশ্যক-বাংলাশের-৮টি বিভাগ এর অন্তর্গত-৬৪ জেলায়,-৪৯২-উপজেলার,সকল সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু পুরুষ-মহিলা সংবাদদতা/প্রতিনিধি -নিয়োগ চলছে।
‎ফেসবুকে অপ-প্রচারের তীব্র প্রতিবাদ

‎ফেসবুকে অপ-প্রচারের তীব্র প্রতিবাদ

‎গত ১২ডিসেম্বর Ad Ranga ফেসবুক আইডি থেকে রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের শরিফুল বিবি ও রাশেদ এর মধ্যে বিবাদমান পারিবারিক দন্দের বিষয়ে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির অ-স্বাক্ষরিত একটি বাগমারা থানার অভিযোগপত্র প্রচার করা হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে আমাদেরকে জড়িয়ে ফেসবুকে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, কারন প্রচারিত কোন তথ্যই সঠিক নয়।
‎প্রকৃত ঘটনা হচ্ছে আমার স্ত্রী পাওনা টাকা চাইতে গেলে শরিফুল বিবি অন্যায়ভাবে গালিগালাজ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ধাক্কাধাক্কি হওয়ার একপর্যায়ে শরিফুল বিবি পা পিছলে পড়ে যায়।
‎‎শরিফুল বিবির পরিবারের প্রায় সকল সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি,ছিনতাই,মাদকসহ নানা ধরনের মামলা রয়েছে এবং তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে গ্রামের একটি পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। তারা নিজেরাই নানা ধরনের অপরাধ মুলক কর্মকান্ড করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
‎‎এ ধরনের মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ফেসবুকে অপ-প্রচার করে এলাকায় আমাদের সুনাম নষ্ট করার হীন ষড়যন্ত্র বলে আমরা মনে করি। কাজেই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


প্রতিবাদকারী

‎‎মোঃ রাশেদ
‎‎পিতাঃ নেকবর আলী
‎‎গ্রামঃ মঙ্গলপুর।
‎‎বাগমারা, রাজশাহী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.




©2022 All rights reserved nc
Design & Developed: POPULARHOSTBD