মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

আপডেট :
দৈনিক বাংলাদেশ ক্রাইম বার্তা অনলাইন পত্রিকায় কিছু সংবাদদাতা আবশ্যক-বাংলাশের-৮টি বিভাগ এর অন্তর্গত-৬৪ জেলায়,-৪৯২-উপজেলার,সকল সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু পুরুষ-মহিলা সংবাদদতা/প্রতিনিধি -নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম :
মানুষ বাঁচেই বা কয়দিন?

মানুষ বাঁচেই বা কয়দিন?

মানুষ বাঁচেই বা কয়দিন?
কয়টা বসন্ত, কয়টা বর্ষা, তারপরই তো মাটির নিচে শুয়ে পড়তে হয় নীরবে। জীবনটা এমনিতেই ছোট—এর ভেতর যদি কেউ একটু মন থেকে ভালোবাসে, একটু কষ্ট সহ্য করে পাশে থাকে, তাতেই তো জীবনের মানে খুঁজে পাওয়া যায়।

তুমি যদি জানতা, তোমার সামান্য থেকে যাওয়া কতটা শান্তি এনে দেয় আমার ভেতরে! এই হৃদয়টা যে কেবল ভালোবাসা চায় না, চায় নিশ্চয়তা—চায় কেউ একজন বলুক,
আমি থাকবো, যত কষ্টই হোক না কেন।”

দুঃখের দিনে, ভাঙা মনের রাতে, চোখের কোণে জমে থাকা অশ্রু যখন ঝরে পড়ে—তখন তো তোমার সঙ্গই সবচেয়ে বেশি প্রয়োজন। তাই বলি, মানুষ বাঁচেই বা কয়দিন? একটু কষ্ট করে হলেও থেকে যাও আমার সাথে!
আমার জীবনের প্রতিটা দিন তোমায় ঘিরেই অর্থ পাবে, আর আমি প্রতিদিন তোমায় নতুন করে ভালোবাসবো, সেই শেষ নিঃশ্বাস পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.




©2022 All rights reserved nc
Design & Developed: POPULARHOSTBD