মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

আপডেট :
দৈনিক বাংলাদেশ ক্রাইম বার্তা অনলাইন পত্রিকায় কিছু সংবাদদাতা আবশ্যক-বাংলাশের-৮টি বিভাগ এর অন্তর্গত-৬৪ জেলায়,-৪৯২-উপজেলার,সকল সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু পুরুষ-মহিলা সংবাদদতা/প্রতিনিধি -নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম :
পছন্দের পুরুষের কথা জানালেন মালাইকা

পছন্দের পুরুষের কথা জানালেন মালাইকা

বলিপাড়ায় জোর গুঞ্জন, নতুন প্রেমে মজেছেন মালাইকা অরোরা। অর্জুন কাপুরকে ভুলে মন দিয়েছেন ১৯ বছরের ছোট এক ব্যবসায়ীকে! সম্প্রতি দুজনকে একসঙ্গে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে দেখা গেছে। যদিও এসব নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।

তবে কেমন পুরুষ তিনি পছন্দ করেন, সে বিষয়ে একবার এক সাক্ষাৎকারে মালাইকা নিজেই কথা বলেছিলেন। তিনি জানান, তার কোমল পুরুষ পছন্দ নয়। পুরুষালি ও রুক্ষ চেহারার সাহসী পুরুষ তার পছন্দ। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।

এ ছাড়া পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তা-ও জানান মালাইকা। তার কথায়, সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে। তবে পরনিন্দা-পরচর্চা করা পুরুষ পছন্দ নয় অভিনেত্রীর। তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী।

সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, আমি খুবই রোমান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামী দিনে হবে না, সেটা এখনই বলা যাবে না।

বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মালাইকা যার প্রেমে পড়েছেন তার নাম হর্ষ মেহেতা। পেশায় হিরার ব্যবসায়ী। মালাইকার সঙ্গে তার বয়সের পার্থক্য উনিশ বছর। তবে জনৈকের দাবি, ভাইরাল ছবি-ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, তিনি আসলে মালাইকার ম্যানেজার।

আরবাজ খানের সঙ্গে সংসার ভেঙে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। যদিও সেই সম্পর্ক ছয় বছরের বেশি গড়ায়নি। তবে কি অর্জুনকে ভুলে নতুন প্রেমের সন্ধান পেলেন ‘ছাইয়া ছাইয়া গার্ল’?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.




©2022 All rights reserved nc
Design & Developed: POPULARHOSTBD