মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

আপডেট :
দৈনিক বাংলাদেশ ক্রাইম বার্তা অনলাইন পত্রিকায় কিছু সংবাদদাতা আবশ্যক-বাংলাশের-৮টি বিভাগ এর অন্তর্গত-৬৪ জেলায়,-৪৯২-উপজেলার,সকল সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু পুরুষ-মহিলা সংবাদদতা/প্রতিনিধি -নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো বর্ষসেরা একাদশে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

প্রথমবারের মতো বর্ষসেরা একাদশে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

ফুটবল ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে এবারের ফিফপ্রো বর্ষসেরা একাদশে। ২০০৫ সালে সূচনা হওয়ার পর এই প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন খেলোয়াড় জায়গা পাননি বিশ্বের সেরা এই একাদশে।

বিশ্বজুড়ে ২০ হাজারেরও বেশি পেশাদার ফুটবলারের ভোটে নির্ধারিত হয় ফিফপ্রো বর্ষসেরা একাদশ। প্রতি বছর এই তালিকায় দেখা গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো না কোনো তারকার নাম—কখনো লিওনেল মেসি, রোনালদিনহো, কাকা, নেইমার, আবার কখনো কাফু, মার্সেলো, দানি আলভেস বা থিয়াগো সিলভা।

তবে দুই দশক পর প্রথা ভেঙে এবার সেই ঐতিহ্যে পড়েছে ছেদ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুই দেশেরই কেউ নেই এবারের ফিফপ্রো একাদশে।

এর আগে লিওনেল মেসি সর্বাধিক ১৭ বার জায়গা করে নিয়েছিলেন এই মর্যাদাপূর্ণ তালিকায়। ব্রাজিলের দানি আলভেস ছিলেন ৮ বার, মার্সেলো ৬ বার, আর তিনবার করে জায়গা পেয়েছিলেন রোনালদিনহো, কাকা ও থিয়াগো সিলভা।

ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশ ২০২৫:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, ইতালি)

রক্ষণভাগ: ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্ডেস (পিএসজি, পর্তুগাল)

মধ্যমাঠ: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কোল পামার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)

আক্রমণভাগ: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)

এবারের একাদশে ইউরোপীয় ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট। বিশেষ করে ফ্রান্সের পিএসজি ও স্পেনের রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের উপস্থিতি সবচেয়ে বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.




©2022 All rights reserved nc
Design & Developed: POPULARHOSTBD