মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

আপডেট :
দৈনিক বাংলাদেশ ক্রাইম বার্তা অনলাইন পত্রিকায় কিছু সংবাদদাতা আবশ্যক-বাংলাশের-৮টি বিভাগ এর অন্তর্গত-৬৪ জেলায়,-৪৯২-উপজেলার,সকল সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু পুরুষ-মহিলা সংবাদদতা/প্রতিনিধি -নিয়োগ চলছে।
সংবাদ শিরোনাম :
সাপাহারে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স জনবীমার পিঠা ও আনন্দ উৎসবের জমকালো আয়োজন

সাপাহারে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স জনবীমার পিঠা ও আনন্দ উৎসবের জমকালো আয়োজন

স্টাফ রিপোর্টার:

নওগাঁর সাপাহার জোন অফিস প্রাঙ্গণে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি জনবীমার আয়োজনে জমকালো পিঠা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের স্নিগ্ধ বিকেলজুড়ে উৎসবমুখর পরিবেশে নানা স্বাদের পিঠার গন্ধ, কর্মীদের হাসি-আনন্দ আর প্রাণবন্ত আড্ডায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি জনবীমার মাননীয় ডিএমডি জনাব আবুল কাসেম, যিনি তার বক্তব্যে জনসেবার প্রতিটি ধাপে আন্তরিকতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডিভিপি বগুড়া-রাজশাহী-দিনাজপুর জনাব মোঃ আব্দুল্লাহ আল সাকিল, মনিটরিং ইনচার্জ সিরাজগঞ্জ-বাগবাটি-উল্লাপাড়া-শাহজাদপুর জনাব মোঃ সেলিম উদ্দিন, মনিটরিং ইনচার্জ পত্নীতলা-সাপাহার জনাব মোঃ কে এম তরিকুল ইসলাম এবং বগুড়া-গোসাইবাড়ী অঞ্চলের মনিটরিং ইনচার্জ জনাব মোঃ আবু তাহের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাপাহার জোনের মাননীয় জোন প্রধান জনাব মোঃ রুহুল আমিন। তার সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। বক্তারা সবাই জনবীমার গ্রাহকসেবা, কর্মীদের উৎসাহ ও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা আরও গতিশীল করার প্রত্যয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এমন আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়—বরং কর্মীদের মাঝে পরিবারবোধ, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং সমন্বিত অগ্রযাত্রার এক শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.




©2022 All rights reserved nc
Design & Developed: POPULARHOSTBD