বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
রাজশাহী জেলা ও নওগাঁ জেলার মান্দা উপজেলার চোদ্দমাইল এলাকায় গতকাল সংঘটিত একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হান্নান (৫০)। তিনি রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের বাসিন্দা এবং মৃত ময়েজ উদ্দিনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার ব্যবহৃত আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#