বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
স্বপ্নে দেখেছি গতকাল—
তুমি আমাকেই ভালোবাসছ।
স্বপ্নটা খুব চেঁচামেচা করেনি,
নাটক করেনি,
শুধু নিঃশব্দে এসে বসেছিল আমার পাশে।
তুমি কিছু বলোনি,
তবুও চোখের ভাষায় এমন একটা নিশ্চয়তা ছিল
যেটা জাগ্রত জীবনে কেউ কখনো দেয়নি।
স্বপ্নে তুমি আলাদা ছিলে না,
বরং এমন ছিলে—
যেমনটা আমি সবসময় কল্পনা করে এসেছি।
অপ্রয়োজনীয় প্রশ্ন ছাড়া,
ভয় দেখানো শর্ত ছাড়া,
শুধু “থাকবো” বলার সাহস নিয়ে।
তুমি আমার হাত ধরেছিলে,
কিন্তু টেনে নাওনি—
যেন বলছিলে,
“যদি চাও, থাকো।
না চাইলে যাওয়ার অধিকার তোমারই।”
স্বপ্নে আমি আর নিজেকে প্রমাণ করছিলাম না,
কারো মন জয় করার যুদ্ধ ছিল না।
আমি শুধু আমি ছিলাম,
আর তাতেই তুমি সন্তুষ্ট।
ঘুম ভাঙার পর বুঝলাম—
স্বপ্নটা মিথ্যে ছিল না,
মিথ্যে ছিল বাস্তবটা।
কারণ স্বপ্নে হলেও
কেউ একবার আমাকে এমনভাবে ভালোবেসেছে
যেখানে ভয় ছিল না,
ছিল না হারানোর আতঙ্ক।